♠ Posted by Unknown in আদার গুনাগুন at 02:18
জেনে নেওয়া যাক আদার কিছু ওষুধি গুণাগুণ। আদা মূলত গাছের শিকড়। মসলা হিসেবে আদার ব্যবহার সব খাবারকেই সুস্বাদু করে, একেবারে জিভে জল এনে দেয় । আদায় রয়েছে অসাধারণ নিরাময় ক্ষমতা।১. মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপ থাকলে খেতে পারেন আদার চা। রক্তচাপ স্বাভাবিক হয়ে আসবে। মাথাব্যথাও উপশম হবে।
২. মাতৃত্বকালীন বমি বমি ভাব কিছুটা হলেও কমায় আদা।
৩. শরীরের জয়েন্টে ব্যথা। আদা কুচি করে খান। আরাম পাবেন।
৪. শ্বেতী রোগ? আদা বেটে দিনে তিন থেকে চারবার লাগান। চার থেকে ১২ সপ্তাহ নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।
৫. নিয়মিত আদা খেলে পাবেন অফুরন্ত প্রাণশক্তি। কমে যাবে রোগ ব্যাধি।
৬. খাবার হজম হচ্ছে না? পেটে গুড়গুড়, আদাজল খেয়ে নিন। আরাম পাবেন
৭. অপারেশনের পর কাঁচা আদা খান। দ্রুত সেরে উঠবেন।
৮. সর্দি লাগলে আদা কুচি করে রুমালে নিয়ে নাকে ঝাঁজ নিন। বন্ধ নাক খুলে যাবে।
৯. ভ্রমনের সময়ও যদি শিশুদের মুখে এক টুকরা আদা দেন দেখবেন বমি ভাব নেই।
১০. নারীদের ওভারিতে ক্যানসার হলে আদা খেলে ক্যান্সারের সেলগুলো ধ্বংস হয়ে যায়
0 comments:
Post a Comment